ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ফ্রি কথা বলার এপ্লিকেশন এখন অনেক।
স্কাইপি, ভাইবার, হোয়াটস এপ, ইমো’র চলছে জয় জয়কার অবস্থা। পাশাপাশি ফেসবুক
মেসেঞ্জার তো আছেই। কিন্তু অফলাইনে ফ্রিতে কথা বলার কোন এপ্লিকেশন পেয়েছেন
কি? কিছু এপ্লিকেশন আছে, যেগুলোতে ২, ৩ মিনিট কথা বলার পর ক্রেডিট কিনতে
হয়। মুর্দাকথা আপনার টাকা খরচ হচ্ছেই।
সম্প্রতি যেকোন নাম্বারে ফ্রি কথা বলার একটি এন্ড্রয়েড এপ্লিকেশন খুঁজে
পেলাম। নিরবিচ্ছিন্ন কথা বলা যায় ঘন্টা জুড়ে, পৃথিবীর যে কোন দেশে।
স্বাভাবিক মোবাইল নাম্বারেই কথা বলা যায় এর মাধ্যমে। যার সাথে কথা বলবেন
তাকে অনলাইনে থাকতে হবে না।