Wednesday, March 15, 2017

একটি চরম ফটোশপ টিউটোরিয়াল যা ফটোশপ নিয়ে নতুন করে ভাবাবে

ফটোশপ শিখতে কে না চাই, ফটোশপ এর সব সুন্দর টিউটোরিয়াল গুলো সাধারনত ভিডিও টিউটোরিয়াল ই হয়ে থাকে। আমি ফটোশপ শেখা শুরু করি ২০১১ সালে এস এস সি পরীক্ষার পর থেকে। এরপর অনেক গ্যাপ দিয়েছি। তবুও সময় পেলে চর্চা করা হয়ে থাকে। একটি ভিডিও আমি বানিয়েছিলাম তা হল
 
যেখানে আমি ফটোশপ এর আউটার এ গ্ল এফেক্ট দিএ তার animated এফেক্ট দেখিয়েছি। ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment

Thank You For Your Comment.