https://trickntutorial.blogspot.com/ |
Install.wim to
Install.esd:
Install.wim File টি Source Folder এ থাকে। Source Folder এ Boot.wim নামে আরেকটি ফাইল থাকে যা Windows এর পুরো Installation Process সম্পন্ন করে। ঐ ফাইলটি কোনভাবে Edit করা যাবে না। File টি Modify করতে গেলে Setup Process এ Error দেখা দিতে
পারে। তাই আমরা Install.wim ফাইলটি নিয়ে কাজ করবো। Install.wim File টিকে Modify করার জন্য NTLite, Wim Editing Tool ব্যবহার করা যায়। একটি Install.wim ফাইলে এক বা একাধিক Image থাকতে পারে। এক
একটা Image Windows এর এক একটি Version হিসেবে কাজ করে। যেমন আমরা Setup এর সময় Version গুলোর একটি
লিস্ট দেখতে পাই যেখান থেকে পছন্দমত Version টি Install করা যায়।
Add caption |
Finally Install.wim তৈরি করার পর কোন
এক জায়গায় ফাইলটি কপি করে নিন এবং Install.wim ফাইলটিতে কয়টি Image আছে তা দেখে নিন।
কয়টি Image আছে তা চেক করার জন্য পছন্দমত যেকোন একটি Wim Editing Tool ব্যবহার করতে
পারেন। তারপর নিচের কমান্ডটি দিয়ে একটি Batch File তৈরি করুন। Batch File টিও একই জায়গায়
রাখুন। আপনার Install.wim File এ কয়টি Image আছে তা Batch File এ এড করতে হবে।
আমার Install.wim ফাইলটিতে চারটি Image আছে এবং আমি Batch File টিতে চারটি Image Add করেছি। Batch File এর Image সংখ্যা আর Install.wim File এর Image সংখ্যা কম বেশি হলে Command টি কাজ করবে না। প্রতিটি Image এর সাইজ সাধারণত কয়েক GB হয়ে থাকে। সাইজ খুব বড় হওয়ায় প্রতিটি Image Compress হতে একটু সময় লাগতে পারে। ক্ষেত্রে বিশেষে ঘন্টা খানেক লাগতে পারে। সব কটি Image Compress হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কোনভাবে Interruption হলে শুরু থেকে করতে হবে। তবে কাজ চলাবস্থায় অন্যান্য কাজ করা যাবে। কমান্ড সমাপ্ত হলে একই জায়গায় Install.esd তৈরি হয়ে যাবে। Run as Administrator হিসেবে Batch File টি Run করে অপেক্ষা করুন শেষ না হওয়া পর্যন্ত।
How to Use
Install.esd:
Source Folder থেকে Install.wim File টি Delete করে এর পরিবর্তে Install.esd File টি Copy করে দিন। কাজ শেষ। Setup এর সময় Boot.wim প্রথমে Install.wim File কে খোঁজবে। না পেলে Install.esd File কে খোঁজে নেবে। https://trickntutorial.blogspot.com/ |
No comments:
Post a Comment
Thank You For Your Comment.