টাইটেল দেখেই বুজে গেছেন আজকের টিউনটি কি। আমরা অনেকেই মুভি বা গান শুনি বা দেখি। মাঝে মাঝে অনেক সিন থাকে খুব ভাল লাগে কিন্তু আমরা তা কেটে রাখতে পারি না বা জানি না। তােই আমি আজকে এমন একটা সফ্টওয়ার শেয়ার করবো যা দিয়ে এক সেকেন্ডে যেকোনো ভিডিও কাটতে পারবেন এবং জোরা দিতে পারবেন কোন ঝামেলাও নেই।
তাছাড়া সফ্টওয়ারটির কোন লাইসেন্স বা কি দরকার হয় না। শুধু ইন্সটল করলেই হয়।
তাই আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে রেখেছি যাতে করে আপনারা খুব সহজেই পরিষ্কার ভাবে সবই বুঝতে পারেন। নিচে লিংক দেওয়া হল।
আপনাদের যদি ভাল লাগে অব্যশই কমেন্ট করতে ভুলবেন না। কোন প্রবলেম হলেও জানাবেন। এবং যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে জানাবেন।
ইউটিউব লিংক
সফ্টওয়ার লিংক
মিরর ১
আমার ফেইজবুক পেজ ভাল লাগলে ঘুরে আসতে পারেন।
No comments:
Post a Comment
Thank You For Your Comment.