Monday, February 13, 2017

How To Update and Flash Samsang Android Phone. Very easy.

খুব সুহজেই কিভাবে Samsung (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ বা ফার্মওয়ার আপডেট করবেন এবং এ সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয়

আজকে আমি আপনাদের সাথে বর্তমান প্রজন্মের মোবাইল Samsung (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ করা বা ফার্মওয়ার আপডেট করা এবং এ সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। যারা নূতন আলোচনা শুধু তাদের জন্যই। আর যারা প্রফেশনালি এই কাজ করেন তারা এই বিষয় গুলু জানেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
আসুন ফ্ল্যাশ বা ফার্মওয়্যার আপডেট করার পুর্বে কিছু প্রশ্নের উত্তর জেনে নেই যেগুলো আসলে ফ্ল্যাশ করতে গেলে আমাদের কে জানতে হবে-
ফ্ল্যাশ বা  ফার্মওয়ার আপডেট কি ?
“ফ্ল্যাশ হচ্ছে সম্পূর্ণ নূতন আরেকটি অপারেটিং সিস্টেম বা ফ্ল্যাশ ফাইল আপনার সেটে পুনরায় ইন্সটল করা যার ফলে আপনার সেট সম্পূর্ণ নূতনের মত হয়ে যাবে এবং ব্যাটারি লাইফ বেড়ে যাবে। এককথায় কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেয়ার মত।”
কিভাবে বুঝবেন আপনার সেটে ফ্ল্যাশ করতে হবেঃ-
-কিছুদিন পরপর Samsung অফিসিয়ালি তাদের ফার্মওয়্যার আপডেট করে যেমন ধরুন আপনি একটি Samsung (এন্ড্রয়েড মোবাইল) কিনলেন এন্ড্রয়েড ভার্শন জেলিবিন ( Jelibin 4.2) বা ললিপপ ( Lollipop 5.0) ৬ মাস পরে দেখা গেল এটি অফিসিয়ালি ললিপপ ( Lollipop 5.0) বা মার্শমালো ( Marshmello 6.0) তে আপডেট হয়েছে সেক্ষেত্রে আপনার ফোনটি আপডেট করতে হবে।
– যখন দেখবেন আপনার মোবাইলে সফটওয়ার সম্পর্কিত সমস্যা দেখা দিবে, অপারেটিং সিস্টেমে সমস্যা দেখা দিবে, আপনার মোবাইলটি অনেক ধীরগতিতে কাজ করবে, বারে বারে রিস্টার্ট হবে, এপ্লিকেশন ঠিকমত কাজ করবে না, কিছু এপ্লিকেশন আনফরচুনেটলি এরর বা স্টপ হয়ে যাবে, পাওয়ার আসতে অনেক সময় নিবে বা পাওয়ার আসবে না, মোবাইলে ভাইরাস আক্রান্ত হলে ( যেমনঃ মাঙ্কি ভাইরাস, সেক্সি ভাইরাস বা অটো এপ্লিকেশন ডাওনলোড হওয়া) ইত্যাদি সমস্যার কারণে আপনার মোবাইল ফ্ল্যাশ করতে হবে।
প্রয়োজনীয় উপকরনঃ-
০১: সমস্যা জনিত একটি Samsung মোবাইল ফোন  যাতে আপনি ফ্ল্যাশ করবেন।
০২: একটি ভাল মানের ইউএসবি কেবল। অরিজিনিয়াল কেবল হলে সবচেয়ে ভাল হয়।
০৩: ইউএসবি ড্রাইভার ডাওনলোড করুন এখান থেকে
০৪: ফ্ল্যাশ টুল (Odin tool) ডাওনলোড করুন এখান থেকে
০৫: মডেল অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ডাওনলোড করুন এখান থেকে
** ডাউনলোড করা সকল ফাইল গুলু  Winrar দিয়ে এক্সট্রাক্ট করে নিতে হবে।
এবার আসুন মুল কাজে দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে কিভাবে আপনার  Samsung (এন্ড্রয়েড মোবাইল) মোবাইল ফ্ল্যাশ করবেন বা ফার্মওয়ার আপডেট করবেন।
ফ্ল্যাশ করার পদ্ধতি:-
ধাপ ১: Odin Tool এর সকল সেটিংস যে ভাবে আছে সেভাবেই রাখবেন কোন রকম বদল করবেন না, অর্থাৎ ডিফল্ট রাখবেন।
ধাপ ২: Samsung মোবাইলকে ডাউনলোড মুডে নিয়ে যাওয়া:
-আপনার স্যামসাং ডিভাইস বন্ধ করুন, তারপর {Volume Down+Home+Power} সব বোতাম একই সাথে চাপ দিন। তারপর একটি সতর্কতামূলক ছবির মত অবিরত বা বাতিল করে নিন বলে আপনি অনুরোধ করবে। তারপর {Volume Up}বাটন চাপ দিন এবং আপনি নিচের ছবির মত আপনার ডিভাইসের উপর একটি ডাউনলোড মোডে স্ক্রিন দেখতে পাবেন।
ধাপ ৩: সফল ভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করাঃ
-USB কেবলের মাধ্যমে কম্পিউটারে আপনার স্যামসাং ডিভাইস সংযোগ করুন। দেখবেন ইউ.এস.ইব ড্রাইভার ইন্সস্টল হচ্ছে এরপর Odin সফটওয়ারে COM বক্স রঙ পরিবর্তন হয়ে যাবে এবং (COM12 বা অন্য কোন COM দেখাবে) এবং মেসেজ বোর্ড বা লগ বোর্ডে (>added<)দেখাবে এর মানে আপনার কম্পিউটারের সাথে মোবাইল সংযোগ সফল হয়েছে। আপনি যদি এরকম কোনো প্রতিক্রিয়া দেখতে না পান, USB ক্যাবল পরীক্ষা করুন এবং ইউএসবি ড্রাইভার পুনরায় ইনস্টল করুন।
ধাপ ৪: Odin Tool এ ফার্মওয়্যার লোড করাঃ
-Odin “AP” বা “PDA” থেকে ক্লিক করুন তারপর ব্রাউজ এবং ফার্মওয়্যার ফাইল দেখিয়ে দিন। তবে আপনার ডাউনলোডকৃত ফ্লাশ ফাইলটি প্রথমে আনজীপ করে নিবেন এবং আপনি আপনার ফার্মওয়্যার ডাউনলোড ফোল্ডারে যান সেখানে ব্রাউজ  করে “tar.md5” এক্সটেনশন হিসাবে ফাইল বিবরণ দেয়া থাকবে।
ধাপ ৫: আপনার Samsung ডিভাইসের মধ্যে ফার্মওয়্যার ইনস্টলঃ
Odin এর “START” বাটন ক্লিক করুন। অপেক্ষা করুন এবং এটি আপনি সবুজ রঙ্গের (স্কিনসটে দেখানো) (Pass) হবে। তখন বুঝবেন আপনার ফার্মওয়্যার ইনস্টল সম্পন্ন হয়েছে। তারপর আপনার ফোন অটোমেটিক রিস্টার্ট হবে। যতক্ষন ফ্ল্যাশ শেষ না হবে ভুলেও ইউএসবি কেবল ডিস কানেক্ট করবেন না।
ধাপ ৬: আপনার ফোনটি  হার্ড রিসেট করুনঃ
-আপনার স্যামসাং ডিভাইস বন্ধ করুন, {Volume Up+Home+Power} সব বোতাম একই সাথে চেপে ধরুন। আপনার ফোন টি রিকভারি বা হার্ড রিসেট মুডে চলে। তারপর Volume চেপে wipe data/factory reset সিলেক্ট করুন এবার Volume চেপে Yes — delete all user data. সিলেক্ট করুন ও কিছুক্ষন সময় দিন, আবার  Volume চেপে reboot system now সিলেক্ট করুন। ভিডিও কিভাবে Samsung ফোন হার্ড রিসেট করবেন
ব্যাস কিছুক্ষন সময় দিন আপনার ডিভাইস টি পাওয়ার আসার জন্য। আপনার কাজ শেষ। :)
বিষেশ ধাপ: যদি (Pass না হয়ে Failed)দেখায়, এরকম কোন সমস্যা দেখা দেয় তাহলে পূণরায় আগের সব গুলু ধাপ মনযোগ সহকারে দেখুন। কম্পিউটার রিস্টার্ট করুন, লেটেস্ট ড্রাইভার ইনষ্টল করুন, ভাল মানের ইউএসবি কেবল দিয়ে ফ্ল্যাশ করুন। নুতন ও আপডেট ফ্ল্যাশ ফাইল দিয়ে আবার চেষ্টা করুন। আপডেট ফাইল বা যদি ফাইল ম্যাচ না করে তাহলেও এরকম সমস্যা দেখা দিতে পারে।
মনে রাখবেনঃ সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন। কাজ শুরু করার পুর্বে অবশ্যই ভাল ভাবে সম্পুর্ন টিউন দেখবেন, আপনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না।  ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।
প্রয়োজনে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
যে কোন সমস্যায় আমাকে পাবেন ফেসবুকে
আমার টিউন যদি আপনাদের ভাল লাগে শেয়ার এবং টিউমেন্টস করতে একদম ভুলবেন না। পরবর্তি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ বিদায় নিলাম, সকলের প্রতি আমার শুভকামনা রইল।

No comments:

Post a Comment

Thank You For Your Comment.