Saturday, February 18, 2017

খুব সহজে ফোন বা ট্যাব এর lock খুলুন কম্পিউটার দিয়ে।

আজ আমি আপনাদের দেখাবো কী করে খুব সহজে ফোন / ট্যাব এর lock খোলা যায় যেই ফোন / ট্যাব এ boot menu আসে না।খু আগেই বলি আমি কোন Android expert না এর থেকে সহজ পদ্ধতি থাকতে পারে আমি হয়তো যানি না তাই please কেও খারাপ টিউমেন্ট করবেন না।
index খুব সহজে ফোন বা ট্যাব এর lock খুলুন
অনেক সময় দেখা যায় আমরা ভুল করে ফোন / ট্যাব lock করে ফেলি। এমন কিছু brand এর ফোন / ট্যাব আছে যেগুলো তে boot menu আসে না। আর সেই ফোন / ট্যাব এর driver computer এ auto install হয় না। এই জন্য lock খোলা যায় না। এই জন্য একটু অন্য ভাবে driver install করে তারপর data wipe করে lock খুলতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কী করে খুব সহজে এই ধরনের ফোন / ট্যাব এর lock খোলা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে কাজ এ চলে যায়।
প্রথমে নিচের লিঙ্ক থেকে টুলস গুলো ডাউনলোড করে নিন।

Android ব্যবহার কারীরা এখন আপনার ফোনের screen lock ছাড়ান হাতের স্পর্শ ছাড়া শুধুমাত্র মুখের আওয়াজে।

অ্যান্ড্রয়েডের কিছু কমন সমস্যা এবং সমাধান

বর্তমান সময়ের একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। দিন দিন অ্যান্ড্রয়েড ইউজার এর সংখ্যা বেড়েই চলেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা অনেক সহজ হলেও মাঝে মধ্যে ইউজাররা কিছু সমস্যায় পড়েন। এরকম কিছু কমন সমস্যা নিয়েই আমার আজকের পোস্ট।

প্যাটার্ন লক সমস্যাঃ

অ্যান্ড্রয়েড এর সবচেয়ে কমন সমস্যাটি হল প্যাটার্ন লক। অনেক অ্যান্ড্রয়েড ইউজার আছেন যারা নিজের ডিভাইস টি সুরক্ষিত রাখার জন্য প্যাটার্ন লক ব্যবহার করে থাকেন। তবে সমস্যাটি তখনই হয় যখন আপনি আপনার প্যাটার্ন লক এর প্যাটার্ন টি ভুলে যান এবং আপনি অথবা অন্য কেউ বার বার আপনার ডিভাইসে কয়েকবার ভুল প্যাটার্ন ইনপুট করে। যাই হোক চলুন দেখি এই সমস্যার সমাধা কি?
প্রথম সমাধানঃ 

Internet Download Manager (IDM) আজীবনের জন্য় ফ্রীতে নিয়েনিন. এবার য়েকোনো ফাইল ডাউনলোড করুন রকেট গতিতে.

Internet Download Manager (IDM) আজীবনের জন্য় ফ্রীতে নিয়েনিন. এবার য়েকোনো ফাইল ডাউনলোড করুন রকেট গতিতে.

অনকেই আছেন য়ারা ডাউনলোড করতে ভালবাসেন.. কিন্তু মাঝে মাঝে বড় কোন ফাইল ডাউনলোড করতে গিয়ে মাথা গরম হয়ে য়ায. কারন স্পিড কম , বার বার কানেকশন ফেইলডেড, একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোড দিলে পিসি হ্য়ং হয়ে য়াওয়া বিভিন্ন ধরনের সমস্য়. আর এই সমস্য় গুলোর সমাধান একটাই Internet Download Manager (IDM) ব্য়াবহার করা. Internet Download Manager প্রথম বার ইন্সটল করলে ৩০ দিনের জন্য় ট্রায়েল ভার্সন ব্য়াবহার করতে পারবেন. ৩০ দিন শেষ হয়ে গেলে আপনাকে Internet Download Manager টাকা দিয়ে কিনে ব্য়াবহার করতে হবে. আর আপনারা জানেনই তো আমরা কোনকিছু টাকা দিয়ে কিনে ব্য়াবহার করি না. কম্পানিকে বাশ ধরিয়ে দিয়ে ফ্রীতে ইউজ করি.

Monday, February 13, 2017

আসুন শক্তিশালী একটি বোম Virus তৈরী করে উরিয়ে দেই যে কারো কম্পিউটার

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের Fork Boam Virus তৈরীর পদ্ধতি শেখাব ।
অনেকে হয়ত জানেন । কিন্তু সকলে সবকিছু জানেন না তাই এই টিউনটা করলাম । এইটা খুব-খুব সহজ । বলতে পারেন পানির মতো সহজ । অতিরিক্ত কথা না বলে চলুন সরাসরি টিউনে যাওয়া যায় ।
শুধুমাত্র নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
.
»» »» কার্যপদ্ধতি «« ««
১। প্রথমে আপনার আপনার কম্পিউটারের নোটপ্যাড ওপেন করুন এবং এই কোডগুলো লিখুন

যে সাতটি ভুলের কারনে আপনি নিজেই নিজেকে হ্যাকারের কাছে হস্তান্তর করবেন

যেহেতু পরিকল্পিত এবং অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা অনেক বেড়ে গেছে, এক্ষেত্রে নিজেকে নিজেই রক্ষা করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং অ্যাকাউন্ট-র অন্তর্গত তালিকার বিভিন্ন ব্যাক্তিকে ই-মেইল পাঠানো নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এই বিশ্বাসযোগ্য এবং গ্রহনযোগ্য মেইলগুলো দাবি করে ব্যাক্তিটিকে অপহরন করা হয়েছে এবং যদি একটি নির্দিষ্ট অংকের টাকা দেওয়া হয় তাহলে ব্যাক্তিটি ফিরে যেতে পারবে। এই ধরনের পরিকল্পনা গুলো পরিবার এবং বন্ধুদের প্রতারিত করে অনেক বেশি কার্যকরী হয়ে উঠে যদি সত্যিকার অর্থে ব্যাক্তিটি বিদেশ ভ্রমনে যায়।
যদিও মনে করা হয় যে একটি শক্তিশালী পাসওয়ার্ড অনলাইন প্রতারনা হতে রক্ষা পেতে যথেষ্ট প্রতিরক্ষামূলক, কিন্তু হ্যাকাররা ক্রমেই অতিশয় কার্যকরী পথ অবলম্বন করে চলেছে। তারা এতই পারদর্শী যে অনুমান না করেই সঠিক পাসওয়ার্ডটি বের করে নিতে পারে। অতঅব “ডিফেন্সিভ কম্পিউটিং”-র অভ্যাস করাটা বেশ জরুরী হয়ে পড়েছে।
index7 যে সাতটি ভুলের কারনে আপনি নিজেই নিজেকে হ্যাকারের কাছে হস্তান্তর করবেন
ম্যালওয়ারঃ

ইউটিউবের প্লেলিস্টের সকল ভিডিও একসাথে ডাউনলোড করুন (উরাধুরা টিউন)

আসসালামুওয়ালাইকুম।
আমরা অনেকেই আছি যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারলেও কিভাবে পুরো প্লেলিস্ট ডাউনলোড করতে হয় তা জানিনা। অনেকে আবার সফটওয়্যার ব্যবহার করে ডাউনলোড করে। কিন্তু আমি আজ দেখাব কিভাবে কোন অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই আপনি কিভাবে ইউটিঊবের সমস্ত ভিডিও কিভাবে একসাথে ডাউনলোড করতে পারেন।
আগের টিউনে শুধু ভিডিও দিয়েছিলাম এজন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে : (। এজন্য এইবারে ভিডিও এবং লেখা দুইটাই দিচ্ছি। যাদের মেগাবাইট অনেক বেশী অথবা ব্রডব্যান্ড ব্যবহার করেন তারা নীচের ভিডিও থেকে দেখে নিতে পারেন কিভাবে কি করবেন। আর যারা লেখা পড়ে বুঝতে চান তারা পড়তে থাকেন। :P

আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন? বা গ্রাফিক্স ডিজাইন কোর্স করছেন, কিন্তু ইংরেজীতে প্রচুর দুর্বল। আপনি কি পারবেন সফল হতে?

আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন? বা গ্রাফিক্স ডিজাইন কোর্স করছেন, কিন্তু ইংরেজীতে প্রচুর দুর্বল। আপনি কি পারবেন সফল হতে?
কেমন আছেন সবাই ?
আজ আমি কিছু বেসিক ধারনা দিবো ইংরেজী কতটা গুরুত্বপূর্ন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। আমি গতকাল  একটি ট্রেনিং সেন্টার গেছিলাম আমার বন্ধুর জন্য সে গ্রাফিক্স ডিজাইন শিখবে। সব কিছুই ভাল ছিল কন্তিু আমি জিজ্ঞাসা করলাম ইংরেজী তো বেশি পারে না কাজ কিভাবে করবে? আমাকে উত্তর দিল ভাল ভাবে কাজ শিখতে পারলেই আর কোন অসুবিধা নেই।
ইংরেজী না জানলেও হবে বেসিক পড়ে উত্তর দিলেই হবে। আমি তো পুরাই টাসকি হালা কয়কি? আবার এটাও বললো ক্লায়েট আপনাকে গ্রাফিক্স এর কাজ দিবে যা বলবে সব তো ফটোশপ নিয়ে এর বাইরে তো কিছু বলবে না।
কি আর কমু আমি! আমি নতুন ডিজাইনার এইসবের কিছুই বুঝিনা বাপু।

How to Earn Money from Youtube. অনলাইন আয়ের সেরা মাধ্যম ইউটিউব থেকে কীভাবে আয় করবেন? – বিস্তারিত আলোচনা সহ

বাংলাদেশের বেকারত্ব সমস্যা সমাধানে অনলাইন আয় গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে…।আমি জানি প্রতেক মানুষের মধ্যে কোন না কোন ট্যালেন্ট আছে… আর এখনই ট্যালেন্ট কাজে লাগানোর সময়…একটু চেষ্টা করলে আপনি প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন। চাইলে আপনি অনলাইনে ক্যারিয়ার গড়তে পারবে।অনলাইনে আয় করতে তেমন কিছুই লাগেনা, লাগে শুধু ধৈর্য আর ইচ্ছা। আর অনলাইন থেকে আয় করার নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম হলো ইউটিউব।


বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা ইউটিউব থেকে প্রছুর টাকা আয় করে চলেছে।অনেকেই হয়তো ভেবে থাকবেন আমি তো টেকনোলজি সম্পর্কে কিছুই জানিনা তাহলে কিভাবে আয় করবো? শুধু আপনার না অনেকের মনেই এমন প্রশ্ন জাগে। সেজন্য আছে ইউটিউব। ইউটিউব থেকে আয় করতে গেলে কোন টেকনোলজি সম্পর্কিত জ্ঞান লাগেনা। আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয় করতে পারবেন।

বিশ্বখ্যাত ১ টি Antivirus Security (জেনুইন লাইসেন্সসহ)! ১০০% কাজ হবেই, না দেখলে পস্তাবেন!!

আসসালামু আলাইকুম

ব্লগের সকল পাঠক, শুভাকাংখী ও ব্লগার ভাই সবাইকে পবিত্র রমজানুল মোবারকের আন্তরিক শুভেচ্ছা।  আশা করি খোদার ফজলে সবাই এক প্রকার কুশলেই আছেন।
WaterLily-01-june22 প্রথম পোষ্ট হিসাবে কিছু কথা! এবং উপহার হিসাবে থাকছে বিশ্বখ্যাত ১ টি Antivirus Security (জেনুইন লাইসেন্সসহ)! ১০০% কাজ হবেই, না দেখলে পস্তাবেন!!

thin-bar2 প্রথম পোষ্ট হিসাবে কিছু কথা! এবং উপহার হিসাবে থাকছে বিশ্বখ্যাত ১ টি Antivirus Security (জেনুইন লাইসেন্সসহ)! ১০০% কাজ হবেই, না দেখলে পস্তাবেন!!
  • অবশ্য পোষ্টের শিরোনামেই উল্লেখ করেছি পেইজের টিউন হিসাবে আজ আপনাদেরকে উপহার দিব এবং কিছু আলোচনা করব বিশ্বখ্যাত নতুন একটি এন্টিভাইরাসের সাথে । তাহলে চলুন উপহার পাবার পাশাপাশি কিছু আলোচনা করি-
আমরা অনেকেই Antivirus Software ব্যবহার করি। এমন কোন পিসি ব্যবহারিকে খুঁজে পাওয়া দুষ্কর যারা এন্টিভাইরাস ব্যবহার করেন না। এই এন্টিভাইরাস আবার অনেকে ফ্রি এবং ক্রয় করে ব্যবহার করে। এর মধ্য অবশ্য ফ্রির সংখ্যাটাই বেশী। Antivirus যেটাই ব্যবহার করি না কেন তাকে যদি প্রতিনিয়ত Update না করা হয়

Which video editing software is best for making youtube videos?

ভিডিও এডিটিং এর জন্য কোন সফটওয়্যার ব্যবহার করবেন? ( সকল ইউটিউবারদের জন্য সেরা টিপস) ) Which video editing software is best for making youtube videos?


বর্তমানে পৃথীবীতে সব থেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে বাংলাদেশের অনেক মানুষই তাদের ক্যারিয়ার গড়ে নিয়েছে। ইউটিউব ইউজার কতৃক শেয়ারকৃত ভিডিওতে এ্যাড দিয়ে এ্যাড থেকে প্রাপ্ত Revnue থেকে কিছু অংশ ইউটিউব নিজে রেখে বাকিটুকু ইউসার কে দিয়ে দেয়। ইউটিউব থেকে আয় করার জন্য প্রচুর ভিউয়ার প্রয়োজন, আর ভালো ভিউয়ার পাওয়ার জন্য কোয়ালিটি সম্পন্ন ভিডিও খুবই গুরুত্বপূর্ন ব্যাপার। কোয়ালিটি সম্পন্ন ভিডিও এর জন্য ভিডিও এডিটিং টা অত্যন্ত জরুরী । বর্তমানে ইন্টারনেটে সার্চ দিলে হাজার

Ultimate SEO Tutorial শুধু মাত্র ইউটিউবারদের জন্য

ইউটিউবের ভিডিও অপ্টিমাইজ করতে গেলে তার জন্য অন পেইজ এস ই ও হতে হবে এক কথায় ফাটাফাটি। কারণ গুগলে র‌্যাংক করতে গেলে আপনাকে প্রথমেই মূল কিওয়ার্ডটা বুঝতে হবে এবং সেইটা নিয়েই টাইটেল ডেস্ক্রিপশন লিখতে হবে।
Main Keyword বিহীন ৫০ ওয়ার্ডের টাইটেল আর ৫০০ ওয়ার্ডের ডেস্ক্রিপশন কোনো কাজে আসে না। কিওয়ার্ড বসাতে হবে আপনার টাইটেলের শুরুর দিকে আর ডেস্ক্রিপশনের প্রথম ২-৩ লাইনের মধ্যেই। আর পূরো ডেস্ক্রিপশনে ৩-৪ বার মেইন কি ওয়ার্ড উল্লেখ করুন। (কপিরাইটারদের জন্য কোনো কাজে আসবে না) এবার পৃথিবীর বড় বড় যেকোনো দুইটা সাইটের লিঙ্ক দিন ডেস্ক্রিপশনে গুগল আপনাকে priority দিবে। যেমন Wikipedia, wikihow etc (গুগলে সার্চ করুন Youtube wikipedia, youtube wikihow) প্রথম যে সাইট দেখাবে ঐটাতে ঢুকে লিঙ্ক কপি করে দিন ঠিক এই ভাবে

How To Update and Flash Samsang Android Phone. Very easy.

খুব সুহজেই কিভাবে Samsung (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ বা ফার্মওয়ার আপডেট করবেন এবং এ সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয়

আজকে আমি আপনাদের সাথে বর্তমান প্রজন্মের মোবাইল Samsung (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ করা বা ফার্মওয়ার আপডেট করা এবং এ সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। যারা নূতন আলোচনা শুধু তাদের জন্যই। আর যারা প্রফেশনালি এই কাজ করেন তারা এই বিষয় গুলু জানেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
আসুন ফ্ল্যাশ বা ফার্মওয়্যার আপডেট করার পুর্বে কিছু প্রশ্নের উত্তর জেনে নেই যেগুলো আসলে ফ্ল্যাশ করতে গেলে আমাদের কে জানতে হবে-
ফ্ল্যাশ বা  ফার্মওয়ার আপডেট কি ?

Sunday, February 5, 2017

পেন্ড্রাইভে পাসওয়ার্ড দিন কোন রকম সফটওয়্যার ছাড়াই!!

আজকে আমি আপনাদের সঙ্গে মজার একটি টিপস শেয়ার করবো । অবশ্যই নতুন দের জন্য আমারা সবাই পেন্ড্রাইভ ব্যবহার করি আর এই সব পেন্ড্রাইভ গুলতে অনেক সময় অনেক গুরুত্ব পূর্ণ ফাইল থাকে এখুন অবশ্যই সেগুল আপনার নিজের কাছে থাকলে কোন ভয় নেই যদি ভুল বসত আপনার পেন্ড্রাইভ আপনার বন্ধু বা অন্য কেউ বা শুরু হয়ে যাই । তাহলে আপনার সেই গোপনীয় ফাইল বেহাত হয়ে যেতে পারে এখুন আমারা যদি নিজেদের পেন্ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করে রাখি তাহলে এই সব ভয় আর থাকছে না । কারন চুরি হয়েগেলেও আপনার পেন্ড্রাইভ হারিয়ে লেগেলও আপনার গোপনীয় ফাইল বা তথ্য অন্য কেউ দেখতে পাবেন না । সে যাই হোক আমার এটা বলার কারন আমি এই কারনে নিজের পেন্ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে রাখি । এখুন আপনি কি হিসাবে বা কেন পাসওয়ার্ড দিবেন সেটা আপনার নিজের বাক্তি গত ব্যাপার তবে কিভাবে কোন সফটওয়্যার ছাড়া পাসওয়ার্ড দিবেন সেটা নিচে থেকে দেখেনিন ।
index-122 পেন্ড্রাইভে পাসওয়ার্ড দিন কোন রকম সফটওয়্যার ছাড়াই!!
প্রথমে আপনার পেন্ড্রাইভ পিসি USB তে প্রবেশ করান তারপর Computer থেকে আপনার পেন্ড্রাইভ ড্রাইভ এর উপর মউস এর ডান ক্লিক

সত্যিই কি অ্যান্ড্রয়েড ফোনের র‍্যাম বাড়ানো সম্ভব? উল্টাপাল্টা টিউন পড়ে র‍্যাম বাড়ানোর চক্করে আপনার ফোনটি বেকার করার আগে এই টিউনটি অবশ্যই পড়ুন।

অনেকের মনে একটি কমন প্রশ্ন থাকে যে, আমাদের অ্যান্ড্রয়েড ফোনের র‍্যাম বাড়ানো কীভাবে সম্ভব? অনেকে বলে ভাই জাস্ট বুদ্ধিটা বলে দিন, আমি ফোন রুট করে নিয়েছি, রুট করবো, ফোনের সাথে যা ইচ্ছা করে ফেলবো জাস্ট ফোনের র‍্যাম কীভাবে বাড়াবো শিখিয়ে দেন। তো চিন্তার কোন কারন নেই, আমি এই বিষয় নিয়েই আজ আলোচনা করতে চলেছি। বন্ধুরা ফোনের র‍্যাম বাড়ানোর চক্করে মাথা ফাটিয়ে ফেলার আগে একটি বিষয় পরিষ্কার করে নিন। আর সেটা হলো তাত্ত্বিক ভাবে দেখতে গেলে হয়তো আপনি আপনার ফোনের র‍্যাম বাড়াতে পারবেন কিন্তু লজিক্যালি বা বাস্তবিক ভাবে আপনি আপনার ফোনের র‍্যাম কখনোই বাড়াতে পারবেন না। কিছু বুঝলেন? না বুঝলে পড়তে থাকুন। এখন আমি এর কারন সমূহ বলবো এবং স্টোরেজ সম্পর্কে এখন একটু জ্ঞান নিয়ে নিন।

স্টোরেজ সম্পর্কে